সমাবেশের মূল পর্ব শুরু, মঞ্চে জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৪: ৩৬
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৫: ০১

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় মহাসমাবেশের মূল পর্ব শনিবার দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই মধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং আলেমরা উপস্থিত হয়েছেন।

বিজ্ঞাপন
jamat-1

এর আগে সকাল পৌনে দশটায় সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এসময় সারা দেশ থেকে আসা লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকায় বিস্তৃত হয়।

দুপুর একটা দশ মিনিট পর্যন্ত নানা সাংস্কৃতিক পরিবেশনা চলে। জোহরের নামাজের বিরতির পর মূল বক্তব্য পর্ব পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত