৬ মাস পরপর শ্রমিকদের বেতন হালনাগাদ করতে হবে: এবি পার্টি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২৩: ১৯
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১২: ৫৩

ওয়েজবোর্ড গঠন করে ৬ মাস পরপর শ্রমিকদের বেতন হালনাগাদ করার দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, শ্রমিকদের বেতন ভাতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা না দিতে পারলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়।

শুক্রবার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শ্রমিকদের সম্মানে এবি পার্টি আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশের অর্থনীতি যারা সচল রাখেন সেই সমস্ত শ্রমজীবী ভাইবোনদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে। দ্রব্যমূল্য ও ডলারের দামের ওপর ভিত্তি করে তাদের ন্যায্য বেতন, ভাতা ও বোনাস পরিশোধের উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, চৌদ্দশত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। গুম, খুন, সন্ত্রাস চাঁদাবাজি, অর্থ পাচার, ব্যাংক লুট করে আওয়ামীলীগকে দেশ ছাড়তে হয়েছে। এখন আবার নতুন করে অনেকেই আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে ব্যস্ত। দেশজুড়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঝুট ব্যবসা করে ব্যবসায়ী ও শ্রমিক ভাই বোনদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। আমরা এবি পার্টির পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে বলতে চাই, হাজারো শহীদের রক্তের সাথে যারা বেঈমানি করবে, ব্যবসায়ীদের নিরাপত্তা, শ্রমিক ভাই বোনদের নিরাপত্তা যারা বিঘ্নিত করবে তাদের পরিণতিও শেখ হাসিনা ও আওয়ামী লীগের মতো হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত