আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টাকা বা পেশিশক্তি নয়, জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি: জারা

আতিকুর রহমান নগরী

টাকা বা পেশিশক্তি নয়, জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি: জারা

টাকা বা পেশিশক্তি নয়, জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

এনসিপির এই নেত্রী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে গত মাসে এক পোস্টে জানিয়েছিলেন নিজেই।

বিজ্ঞাপন

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে জারা লেখেন, মাত্র ১০ ঘণ্টার মধ্যে কয়েক হাজার মানুষ স্বেচ্ছাসেবী হতে আগ্রহ দেখিয়েছেন। আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ।

তিনি লেখেন, এটা প্রমাণ যে মানুষ নতুন ধরণের রাজনীতির জন্য প্রস্তুত। যেখানে টাকা বা পেশীশক্তি নয়, জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।

তাসনিম জারা আরও লেখেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রথম এক হাজার জনক আমরা আমাদের টিমে যুক্ত করবো। ধাপে ধাপে তাদের রোল, দায়িত্ব ও প্রশিক্ষণের বিষয়গুলো জানাবো। এরপর রোলিং বেসিসে এক হাজার করে নতুন ব্যাচ যুক্ত করা করবো।

আগামীকাল (রোববার) থেকেই মাঠে থাকছি। শুরু করছি সবুজবাগ থেকে। দেখা হবে। আমাদের ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেয়ার লিঙ্ক: https://forms.gle/V4rLVK7fHAwNL2AY6

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন