আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিনটি বিষয় স্পষ্ট করার আহ্বান আব্দুল কাদেরের

আতিকুর রহমান নগরী

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিনটি বিষয় স্পষ্ট করার আহ্বান আব্দুল কাদেরের
আব্দুল কাদের।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিনটি বিষয় স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।

সোমবার রাতে ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

আব্দুল কাদের লেখেন, ‘ডাকসু'তে শিক্ষার্থীরা যদি এমন রায় দিয়ে থাকেন; তাহলে সেই রায়কে আমরা সাধুবাদ জানাই। তবে কিছুক্ষেত্রে আমাদের এবং শিক্ষার্থীদের মনে অস্পষ্টতা ও সংশয় আছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মোটাদাগে কিছু বিষয় শিক্ষার্থীদের কাছে স্পষ্ট করতে হবে-

১) ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতির তালিকা প্রকাশ করতে হবে।

২) ভোটকেন্দ্রে সিসি টিভির ফুটেজ প্রকাশ করতে হবে।

৩) ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় গাউসুল আজমে পড়ে থাকার বিষয়ে ক্লিয়ার করতে হবে।

শিক্ষার্থীদের কাছে সম্পূর্ণরূপে স্বচ্ছতা নিশ্চিত করতে এসব বিষয় ক্লিয়ার করা আবশ্যক। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন শিক্ষার্থীদের কনসার্নকে আমলে না নিয়ে তালবাহানা করে; তখন শিক্ষার্থীদের সন্দেহের জায়গাটা আরও বেশি প্রগাঢ় হবে। এক্ষেত্রে প্রশাসনকেই দায়িত্বশীলতা, দায়বদ্ধতা এবং জবাবদিহিতার পরিচয় দিতে হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন