জুলাই-আগস্ট শহীদদের স্মরণে সারাদেশে মৌন মিছিল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ২০: ৪০
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ২০: ৫৫

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শুক্রবার সারা দেশে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ করেছে বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সিলেট ব্যুরো প্রধান জানান, শুক্রবার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিলেট জেলা ও মহানগর বিএনপির কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়।

সিলেট কোর্ট পয়েন্ট থেকে শহীদ মিনার অভিমুখে এই মৌন মিছিলে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। মৌনমিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মৌলভীবাজার প্রতিনিধি জানান, ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। গতকাল শুক্রবার জুমার নামাজের পর জেলা শহরের পশ্চিম বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মৌন মিছিল শুরু হয়। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে শহীদদের স্মরণে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এর আগে পশ্চিমবাজার জামে মসজিদে জেলা ওলামা দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাগুরা প্রতিনিধি জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মাগুরা বিএনপির মৌন মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা বিএনপির উদ্যোগে ভায়না মোড় থেকে বেলা ১১টায় শহরে মৌন মিছিল বের হয়ে চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ শেষে ভায়নার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় আলী আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন ফারুকুজ্জামান, আলমগীর হোসেন, খান রোকনুজ্জামান, মাসুদ হাসান খান কিজিল। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের হাইমচরে শহীদদের স্মরণে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে। মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। আমিন উল্লাহ ব্যাপারীর সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় শহীদদের স্মরণে সভা অনষ্ঠিত হয় ।

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি জানান, শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শ্রীপুর সরকারি মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে গেটের সামনে থেকে মৌন মিছিল বের করে শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করে।

দিনাজপুর প্রতিনিধি জানান,

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দিনাজপুরে বিএনপির মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে দলীয় কার্যালয় থেকে মৌন মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সহসভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সহসভাপতি সোলায়মান মোল্লা, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, হাফিজুর রহমান সরকার। এর আগে দলীয় কার্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মৌন মিছিলও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় দলীয় কার্যালয় হতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমের নেতৃত্বে মৌন মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান বাজার প্রদিক্ষণ করে। পরে দলীয় কার্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও বিজয়ের বর্ষপূর্তি উপলেক্ষ দোয়া মাহফিল হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ আলম বাবু, মহিলা দলের সভাপতি নাজমা আকতার, সাধারণ সম্পাদক সাথী আক্তার, কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক প্রমুখ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

মেহেরপুর প্রতিনিধি জানান, ২৪'র জুলাই-আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে মৌনমিছিল করেছে মেহেরপুর বিএনপি।

শুক্রবার বিকেলে শহরের কাথুলি বাস স্ট্যান্ড এলাকা থেকে মৌন মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এর আগে কাথুলি বাস স্ট্যান্ড এলাকায় পথসভা করেন নেতা-কর্মীরা। পথসভায় বক্তারা বলেন, ২৪ ’র ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ নতুন করে স্বাধীন পেলেও আজো ষড়যন্ত্র শেষ হয়নি। ৫ আগস্ট এর আগে সকল দল ঐক্যবদ্ধ ছিল। আজ ক্ষমতার লোভে সব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঐক্যবদ্ধ না থাকলে স্বৈরাচার হাসিনার দল আবার শক্তিশালী হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত