সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার করছে জামায়াত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২১: ৪৫
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ২২: ৪৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় সমাবেশ শেষ হওয়ার পর সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বিষয়টি জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন।

শনিবার সকালে শুরু হওয়া জামায়াতের সমাবেশ শেষ হয়েছে সন্ধ্যা ৬টার দিকে।

বিজ্ঞাপন

বুলবুলের ফেসবুক পোস্টে বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার আমরা শুরু করছি, যত দ্রুত সম্ভব আমরা পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ।

অন্যদিকে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদও বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার কর্মসূচি আমরা শুরু করেছি, পরিপূর্ণভাবে পরিষ্কার করে দেব, ইনশাআল্লাহ।

শাহবাগ থানা আমির এডভোকেট শাহ মাহফুজুল হক লিখেছেন, আজকে প্রোগ্রামের কারনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ময়লা আবর্জনা হয়েছে আমরা তা পরিস্কার করে দিচ্ছি।

কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে ইনশাআল্লাহ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত