আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামে গণসংযোগে আমীর খসরু

বিএনপি গণমানুষের দল জনগণই আমাদের শক্তি

চট্টগ্রাম ব্যুরো

বিএনপি গণমানুষের দল জনগণই আমাদের শক্তি

চট্টগ্রাম-১১ আসনের বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধানের শীষের পক্ষে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তার কারণেই দেশের মানুষ বাংলাদেশের পক্ষে ভোট দিতে আগ্রহী। আমরা যেদিকেই যাচ্ছি, সেখানেই মানুষের ঢল নেমে আসছে। চট্টগ্রামে তারেক রহমানের সম্ভাব্য আগমন নিয়ে তিনি বলেন, বিএনপির আলাদা কোনো প্রস্তুতির দরকার নেই। বিএনপি গণমানুষের দলÑজনগণই আমাদের শক্তি।

শনিবার চট্টগ্রামের আগ্রাবাদ-পাঠানটুলী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নগরীর ২৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাঠানটুলী বিএনপির উদ্যোগে আগ্রাবাদ রেডিও অফিসের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

এ সময় তিনি বিএনপির অতীত শাসনামলের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, বিএনপির সময়ে যে উন্নয়ন হয়েছে, মানুষ তা এখনো মনে রেখেছে। সে কারণেই জনগণ আবার ধানের শীষের পক্ষে এক হচ্ছে। গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশ নেন।

এর আগে সকাল থেকেই ওই এলাকায় উৎসুক মানুষের ভিড় দেখা যায়। সেখান থেকে কমার্স কলেজ রোড, মোগলটুলি, কাটা বটগাছ মোড়, বড়ুয়াপাড়া হয়ে আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। দোকানপাট, কলোনি ও রাস্তার মোড়ে মোড়ে আমীর খসরু সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...