ইইউ প্রতিনিধি দলের উপ-প্রধানের সঙ্গে মহিলা জামায়াত নেতাদের বৈঠক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৮: ৫৩

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের ডেপুটি চিফ বাইবা জারিনার আমন্ত্রণে জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে ছয় সদস্যের একটি টিমের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় রাজধানীর গুলশানে ইইউ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। বৈঠকটিতে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নারীদের রাজনৈতিক অংশগ্রহণ সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে জামায়াত ইসলামী মহিলা বিভাগের অন্য যেসব সদস্য উপস্থিত ছিলেন তারা হলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ডা. হাবীবা আক্তার চৌধুরী, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, আয়েশা সিদ্দিকা পারভীন, সুফিয়া জামাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, কেন্দ্রীয় কর্মপরিষদ ও ঢাকা উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল এবং দক্ষিণের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক লায়লা মরিয়ম।

মহিলা জামায়াতের প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত