আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির এমপিপ্রার্থী আমিনুল হক

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাঙ্গনে খেলাধুলা–সংস্কৃতি বাধ্যতামূলক হবে

স্টাফ রিপোর্টার

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাঙ্গনে খেলাধুলা–সংস্কৃতি বাধ্যতামূলক হবে
রাজধানীর পল্লবীর জিয়া মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা আমিনুল হক। ছবি : আমার দেশ

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাঙ্গনে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা-১৬ আসনে দলটির এমপিপ্রার্থী আমিনুল হক।

রোববার রাজধানীর পল্লবীর জিয়া মহিলা কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং অভিভাবক-শিক্ষার্থী মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় আগামী প্রজন্মের শিক্ষাঙ্গনকে নতুন চিন্তা ও স্বপ্নের ভিত্তিতে পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

তিনি বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিকে বাধ্যতামূলক করলে শিক্ষায় গুণগত পরিবর্তন আসবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, আগামী শিক্ষাঙ্গন হবে নতুন চিন্তা ও নতুন স্বপ্নের। পড়াশোনার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতির চর্চা বাধ্যতামূলক করা হবে।

সাবেক এই ফুটবলার জানান, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে নতুন সরকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণ স্বশাসন ও স্বাধীনতা নিশ্চিত করবে।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের আন্তরিকতা ও পারিবারিক সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন বিএনপির এই নেতা। তার মতে, অভিভাবকদের সক্রিয় সম্পৃক্ততা ছাড়া শিক্ষার পরিবেশ উন্নত হয় না।

গত ১৭ বছরের শিক্ষাব্যবস্থায় দলীয়করণ, রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...