রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে সমাবেশে যোগ দেন তিনি। এনসিপির এই নেতাকে মূল মঞ্চে জামায়াতের নেতাদের পাশে বসে থাকতে দেখা গেছে।
এনসিপি ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলকে সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে জামায়াতে ইসলামী।

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় মহাসমাবেশের মূল পর্ব শনিবার দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই মধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং আলেমরা উপস্থিত হয়েছেন।
এর আগে সকাল পৌনে দশটায় সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এসময় সারা দেশ থেকে আসা লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকায় বিস্তৃত হয়।
দুপুর একটা দশ মিনিট পর্যন্ত নানা সাংস্কৃতিক পরিবেশনা চলে। জোহরের নামাজের বিরতির পর মূল বক্তব্য পর্ব পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


জামায়াতের সমাবেশ উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ফ্রি খাবার ও পানি