স্টাফ রিপোর্টার
দেশব্যাপী আগামী ২৩ অক্টোবর, বৃহষ্পতিবার ‘শিক্ষক সংহতি দিবস’ ঘোষণা করেছে সিপিবি। ঐদিন সকল জেলা ও উপজেলায় আন্দোলনরত শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে নানাবিধ কর্মসূচি পালিত হবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে টানা নবম দিন ‘লাগাতার অবস্থান’ আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের তিন দফা দাবি অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সোমবার বিকেল ৪টায় ঢাকার পুরানা পল্টন মোড়ে সিপিবির উদ্যোগে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিলসহ পার্টির নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে সংহতি জানান।
সংহতি সমাবেশে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, শিক্ষকনেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সংহতি সমাবেশে সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন অবিলম্বে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, মাসিক ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন, ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার বহু অপ্রয়োজনীয় ও এখতিয়ার বহির্ভুত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেও শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি কর্ণপাত করছে না। উপরন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ নির্মম নির্যাতন চালিয়েছে।
সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম সরকারের কালক্ষেপণের জন্য সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে থাকায় নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদের শ্রেণিকক্ষে ফেরাতে হবে। দাবি মেনে নিতে বিলম্ব করে শিক্ষকদের অপদস্থ ও লাঞ্ছিত করে খোলা আকাশের নিচে আর একদিনও ফেলে রাখা হলে সরকারকে তার জন্য জবাব দিতে হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান আন্দোলনে সংহতি বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, সারাদেশে চাকরিজীবীরা মূল বেতনের ৪০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পান। সেখানে ভবিষ্যত প্রজন্ম তৈরির কারিগর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকেন।
তিনি বলেন, এই টাকায় সপরিবার তো দূরের কথা মেসের সিট ভাড়া সংকুলান সম্ভব নয়। শিক্ষকগণ মাত্র ২০ শতাংশ বাড়ি ভাড়া চেয়েছেন, বিনিময়ে পেয়েছেন অপমান ও পুলিশের নির্যাতন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ন্যায্য দাবি উত্থাপন করা শিক্ষকদের প্রতি যে অবমাননা ও অসম্মানজনক আচরণ করেছে তা কোন সভ্য নজির নয়।
তিনি ন্যায্য দাবির আন্দোলনে সর্বাত্মকভাবে সিপিবি শিক্ষকদের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন। তিনি বলেন, আগামীতে সিপিবিসহ বামপন্থী ও গণতান্ত্রিক শক্তি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে।
দেশব্যাপী আগামী ২৩ অক্টোবর, বৃহষ্পতিবার ‘শিক্ষক সংহতি দিবস’ ঘোষণা করেছে সিপিবি। ঐদিন সকল জেলা ও উপজেলায় আন্দোলনরত শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে নানাবিধ কর্মসূচি পালিত হবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে টানা নবম দিন ‘লাগাতার অবস্থান’ আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের তিন দফা দাবি অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সোমবার বিকেল ৪টায় ঢাকার পুরানা পল্টন মোড়ে সিপিবির উদ্যোগে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিলসহ পার্টির নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে সংহতি জানান।
সংহতি সমাবেশে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, শিক্ষকনেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সংহতি সমাবেশে সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন অবিলম্বে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, মাসিক ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন, ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার বহু অপ্রয়োজনীয় ও এখতিয়ার বহির্ভুত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেও শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি কর্ণপাত করছে না। উপরন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ নির্মম নির্যাতন চালিয়েছে।
সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম সরকারের কালক্ষেপণের জন্য সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে থাকায় নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদের শ্রেণিকক্ষে ফেরাতে হবে। দাবি মেনে নিতে বিলম্ব করে শিক্ষকদের অপদস্থ ও লাঞ্ছিত করে খোলা আকাশের নিচে আর একদিনও ফেলে রাখা হলে সরকারকে তার জন্য জবাব দিতে হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান আন্দোলনে সংহতি বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, সারাদেশে চাকরিজীবীরা মূল বেতনের ৪০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পান। সেখানে ভবিষ্যত প্রজন্ম তৈরির কারিগর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকেন।
তিনি বলেন, এই টাকায় সপরিবার তো দূরের কথা মেসের সিট ভাড়া সংকুলান সম্ভব নয়। শিক্ষকগণ মাত্র ২০ শতাংশ বাড়ি ভাড়া চেয়েছেন, বিনিময়ে পেয়েছেন অপমান ও পুলিশের নির্যাতন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ন্যায্য দাবি উত্থাপন করা শিক্ষকদের প্রতি যে অবমাননা ও অসম্মানজনক আচরণ করেছে তা কোন সভ্য নজির নয়।
তিনি ন্যায্য দাবির আন্দোলনে সর্বাত্মকভাবে সিপিবি শিক্ষকদের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন। তিনি বলেন, আগামীতে সিপিবিসহ বামপন্থী ও গণতান্ত্রিক শক্তি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৮৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। মঙ্গলবার রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলটির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
২ ঘণ্টা আগেইসলামী ঐক্যজোটের (একাংশ) ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হয়েছেন যুগ্মা মহাসচিব মাওলানা ইলিয়াস আতহারী।
৩ ঘণ্টা আগেআগামী নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত হতে পারে তার জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাব বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।
৪ ঘণ্টা আগেচলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগে