প্রতিনিধি, ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। গত ১৯ আগস্ট তিনি সংগঠনের আহ্বায়কের নিকট আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন বলে জানান তিনি।
পদত্যাগ প্রসঙ্গে হাসিবুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন—দায়িত্বকালীন সময়ে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো পরিচালনার চেষ্টা করেছেন। তার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সহকর্মীরা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে তিনি প্রত্যাশা করেন।
তিনি আরও লেখেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও গণতান্ত্রিক ছাত্রসংসদ শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে। সত্য আর ন্যায়ের মিছিলে আমি সবসময় থাকতে ওয়াদাবদ্ধ।
পদত্যাগের পরও রাজনীতিতে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, জুলাই আন্দোলনে দেশ ও জনতার প্রতি যে কমিটমেন্ট গড়ে উঠেছিল, তা বাস্তবায়নে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে এবং সামনে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাগছাসের প্যানেল থেকেও সরে দাঁড়িয়েছিলেন হাসিবুল ইসলাম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। যদিও বাগছাসের ঘোষিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে তাকে মনোনীত করা হয়েছিল, শেষ মুহূর্তে এসে তিনি বিদ্রোহী প্রার্থীর ভূমিকায় দাঁড়ান এবং স্বতন্ত্রভাবে এজিএস পদে লড়ার সিদ্ধান্ত নেন।
হাসিবুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সরকার পতনের পর নতুনভাবে গঠিত ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখায় তিনি মুখ্য সংগঠকের দায়িত্ব পান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। গত ১৯ আগস্ট তিনি সংগঠনের আহ্বায়কের নিকট আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন বলে জানান তিনি।
পদত্যাগ প্রসঙ্গে হাসিবুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন—দায়িত্বকালীন সময়ে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো পরিচালনার চেষ্টা করেছেন। তার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সহকর্মীরা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে তিনি প্রত্যাশা করেন।
তিনি আরও লেখেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও গণতান্ত্রিক ছাত্রসংসদ শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে। সত্য আর ন্যায়ের মিছিলে আমি সবসময় থাকতে ওয়াদাবদ্ধ।
পদত্যাগের পরও রাজনীতিতে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, জুলাই আন্দোলনে দেশ ও জনতার প্রতি যে কমিটমেন্ট গড়ে উঠেছিল, তা বাস্তবায়নে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে এবং সামনে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাগছাসের প্যানেল থেকেও সরে দাঁড়িয়েছিলেন হাসিবুল ইসলাম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। যদিও বাগছাসের ঘোষিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে তাকে মনোনীত করা হয়েছিল, শেষ মুহূর্তে এসে তিনি বিদ্রোহী প্রার্থীর ভূমিকায় দাঁড়ান এবং স্বতন্ত্রভাবে এজিএস পদে লড়ার সিদ্ধান্ত নেন।
হাসিবুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সরকার পতনের পর নতুনভাবে গঠিত ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখায় তিনি মুখ্য সংগঠকের দায়িত্ব পান।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিশেষ আদেশ রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টার মাধ্যমে জারি করার কথা বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১ ঘণ্টা আগেপরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
৩ ঘণ্টা আগেসৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটি সংবিধান নয়, একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোনো সরকার এরকম পরিস্থিতিতে পড়লে দেওয়ার এখতিয়ার রাখে।
৫ ঘণ্টা আগেনাহিদ ইসলাম বলেন, “বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি-ডিসি এগুলো ভাগ বাটোয়ারা করছে এবং নির্বাচনে জন্য তারা যে তালিকা করছে, সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোর সাথে সেভাবে সহায়তা করছে”।
৫ ঘণ্টা আগে