খেলাফত আন্দোলন ও নেজামে ইসলামের কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬: ১৩
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ৪৭

জুলাই সনদের আইনি ভিত্তি ও সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে তিনদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম পার্টি। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহর এবং ২৬ সেপ্টেম্বর সারা দেশে জেলা-উপজেলায় বিক্ষোভ।

গতকাল মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলনে দল দুটির নেতারা এসব কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এর আগে গত রোব ও সোমবার জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস একই কর্মসূচি ঘোষণা করে। সব মিলিয়ে ছয়টি ইসলামী দল অভিন্ন কর্মসূচি পালন করবে।

খেলাফত আন্দোলন

গতকাল দুপুর ২টায় রাজধানীর কামরাঙ্গীরচর মাদরাসায় প্রেস ব্রিফিংয়ে সাত দফা দাবিতে তিনদিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

দলটির দাবিগুলো হলো- জুলাই সনদের ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামাতে হবে। শাপলা এবং ২০২৪-এর গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দ্রুত দৃশ্যমান করতে হবে। সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। চব্বিশের আন্দোলনকারীদের ন্যায় শাপলা শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও আহতদের সুচিকিৎসাসহ রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা দিতে হবে। বিগত সরকারগুলোর আমলে দেশ থেকে বিদেশে পাচার হওয়া সব অর্থ ফেরত আনতে হবে এবং দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে নাচ ও গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নিতে হবে।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑদলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী প্রমুখ।

নেজামে ইসলাম পার্টি

গতকাল বিকালে পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

পাঁচ দফার মধ্যে রয়েছে- জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আওয়ামী দোসর ও আধিপত্যবাদী ভারতীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ, জুলাই ও শাপলাসহ সব গণহত্যায় দায়ী এবং দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করা, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নেওয়া।

লিখিত বক্তব্যে মুসা বিন ইযহার বলেন, আমরা আশা করি সরকার দেশ ও জাতির স্বার্থে এ দাবিগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং এগুলো বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। দাবি না মানলে পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

পাঁচ দফায় না থাকলেও তারা উচ্চকক্ষে পিআরের পক্ষে বলে জানান। তবে সরকার নিম্নকক্ষে পিআর দিলে তাতেও তাদের সমর্থন থাকবে বলে উল্লেখ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, প্রচার সচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান, দপ্তর সচিব মুফতি দ্বীনে আলম হারুনী, সহকারী অর্থ সচিব মাওলানা আনোয়ারুল কবীর, নির্বাহী সদস্য মুফতি আতিকুর রহমান সিদ্দিকী, মুফতি এহতেশামুল হক সাখী এবং ইসলামী ছাত্রসমাজের সভাপতি আমীর জিহাদী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত