‘বরাদ্দ তহবিলের টাকা কথা বলা শুরু করেছে, সাধু সাবধান’

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১৪: ০১
আপডেট : ১৬ জুন ২০২৫, ১৪: ১৭

ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানের বিরুদ্ধে মিথ্যাচার-অপপ্রচারে ঝাঁপিয়ে পড়েছে ফ্যাসিবাদী প্রোপাগান্ডাবিদরা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন সাবেক এই প্রেস সচিব।

বিজ্ঞাপন

মারুফ কামাল খান পোস্টে লেখেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ আজ (সোমবার) ভোরে শাহবাগে ঝটিকা মিছিল করে বোমা ফাটিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল ছোঁড়া হয়েছে, সচিবালয়ের ভেতরে ফের কর্মচারী বিক্ষোভ শুরু করা হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় ফ্যাসিবাদের পক্ষে এবং ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানের বিরুদ্ধে মিথ্যাচার-অপপ্রচারে ঝাঁপিয়ে পড়েছে ফ্যাসিবাদী প্রোপাগান্ডাবিদেরা।

Maruf status

পূর্বের এক স্ট্যাটাসের কথা তুলে ধরে মারুফ কামাল খান বলেন, ‘বলেছিলাম, নাশকতা ও অপপ্রচার জোরালো করতে বিরাট অংকের তহবিল বরাদ্দ হয়েছে। বিলানো সেই টাকা কথা বলতে শুরু করেছে। অতএব, সাধু সাবধান।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত