ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাগপা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৭: ০৫

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ও 'খুনি হাসিনাকে' ফেরত দেয়ার দাবিতে আগামীকাল ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এই কর্মসূচির নেতৃত্ব দেবেন। ৬ আগস্ট সকাল ১১টায় মেরুল বাড্ডা থেকে এই কর্মসূচি শুরু হবে।

বিজ্ঞাপন

৫ আগস্ট ‘নাজাত দিবস’ উপলক্ষে আয়োজিত এক সাংগঠনিক সভায় রাশেদ প্রধান বলেন, “ভারত সরকার ‘খুনি হাসিনাকে’ এক বছর ধরে আশ্রয় দিয়েছে। তাই আমরা দূতাবাস ঘেরাও করে তাকে ফেরত দেওয়ার দাবি জানাবো।” তিনি আরও বলেন, এই কর্মসূচিতে যাতে কোনো নাশকতা না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে, কর্মসূচির কারণে যানজট সৃষ্টির আশঙ্কায় তিনি এলাকাবাসীর কাছে আগাম ক্ষমা চেয়েছেন।

সভায় জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধানসহ অন্যান্য সিনিয়র নেতারাও বক্তব্য দেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত