জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না: নাহিদ

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৫: ৫৮
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১৬: ৪৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের পথে আমরা রয়েছি, এটি বাস্তবায়িত হবেই। সনদের আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যেতে হবে।

শুক্রবার দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ ও আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ইউটিএফ-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, আমরা এদেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চাই। শিক্ষকদের ঐক্য ও দায়বদ্ধতার নতুন ধারণা সমাজে প্রতিষ্ঠিত করতে ইউটিএফ কাজ করবে। শিক্ষা ক্ষেত্রের সংস্কারেই রাষ্ট্রীয় পরিবর্তনের ভিত্তি তৈরি হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, গত ১৬ বছরে শিক্ষকদের পদোন্নতি দলীয় পরিচয়ের ভিত্তিতে হয়েছে। সেই ফ্যাসিবাদী কাঠামো এখনো টিকে আছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল করা সম্ভব নয়।

তিনি আরো বলেন, বেকারত্ব দূর করতে হলে প্রথমে শিক্ষা খাতের সংস্কার করতে হবে। আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে মূল থেকে পরিবর্তন করতে না পারি, তাহলে রাষ্ট্রের আমূল পরিবর্তনও সম্ভব নয়। সরকারের শিক্ষা সংস্কারের প্রতিশ্রুতি ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমরা সেই লড়াই চালিয়ে যাব।

জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ছাত্র-শিক্ষকদের ঐক্যের মধ্য দিয়েই গণঅভ্যুত্থান সফল হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শিক্ষকরা যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে অমলিন থাকবে।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ঐক্য, মর্যাদা, দায়বদ্ধতা ও সামাজিক ভূমিকা পুনঃনির্ধারণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)’- যা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-পন্থী শিক্ষকদের একটি নতুন সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন, ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব ড. শামীম হামিদী।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত