ভুয়া শনাক্তকরণ কার্ড দিয়ে প্রবেশের শঙ্কা উমামা ফাতেমার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০: ২৩

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি প্রার্থী উমামা ফাতেমা মঙ্গলবারের ডাকসু ভোটের আগে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে দাবি করেন যে ক্যাম্পাসে ভুয়া শনাক্তকরণ কার্ড ব্যবহার করে অনুপ্রবেশের পরিকল্পিত চেষ্টা করা হচ্ছে।

সোমবার মধুর ক্যান্টিনের নিকটে সংবাদ সম্মেলনে উমামা ফাতেমা বলেন, “আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি, ভোটকেন্দ্রে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে বহিরাগতদের প্রবেশ করানো হচ্ছে।” তিনি নির্বাচন কর্তৃপক্ষের সঙ্গে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানান।

বিজ্ঞাপন

প্রার্থী বিশেষভাবে ভোটকেন্দ্রে মোবাইল আইডি যাচাই টিম স্থাপন করে সন্দেহজনক ব্যক্তিদের পরীক্ষা করার আহ্বান জানান। তিনি আরও অভিযোগ করেন যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত এলাকায় ভুয়া আইডি কার্ড উৎপাদনের কাজ চলছে এবং এই কার্যক্রমের ব্যাপক অনুসন্ধান দাবি করেন।

শারীরিক নিরাপত্তার পাশাপাশি, ফাতেমা প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট লক্ষ্য করে ডিজিটাল আক্রমণের বিষয়েও সতর্ক করেন। তিনি বলেন, “আজ সকাল থেকে ডাকসু নির্বাচনের বিভিন্ন প্রার্থীর আইডি আক্রমণের মুখে পড়ছে। কিছু অ্যাকাউন্ট ইতিমধ্যে অচল করা হয়েছে।” তিনি সকল প্রার্থীদের জন্য নির্বাচন কমিশনের আইটি সহায়তার প্রয়োজনীয়তা জোর দিয়ে উল্লেখ করেন।

প্যানেল ভোটার কল্যাণের ব্যাপক দাবি উপস্থাপন করে, যার মধ্যে পর্যাপ্ত পানি সরবরাহ, চিকিৎসা সুবিধা, বসার ব্যবস্থা, শীতলীকরণ ব্যবস্থা এবং সকাল থেকে রাত পর্যন্ত লাইনে থাকা শিক্ষার্থীদের জন্য খাবারের ও পানীয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত। ফাতেমা বললেন, তীব্র তাপের মধ্যে ভোটারদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব।

সাধারণ সম্পাদক প্রার্থী আল সাদী ভূইয়া ভোট কিনে নেয়ার অভিযোগও যোগ করেন। তিনি বলেন, “একটি গোষ্ঠী শিক্ষার্থীদের ভোট কিনতে খাবার ও টাকা দিয়ে চেষ্টা করছে,” এবং শিক্ষার্থীদের সতর্ক করেছেন, যাতে এমন দুর্নীতিপূর্ণ কার্যক্রম তাদের ক্যাম্পাসের অধিকার ও নিরাপত্তা বিপন্ন করতে না পারে।

উভয় প্রার্থীই মঙ্গলবারের ভোট প্রক্রিয়ার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পুলিশ, বিএনসিসি এবং রোভার স্কাউটসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বের উপর জোর দেন।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত