পরিচালনা পরিষদের বৈঠক

জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতার উদ্যোগ নেবে গণতন্ত্র মঞ্চ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৪৬

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে মতানৈক্য দেখা দিয়েছে, তা নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনের অন্যমত জোট গণতন্ত্র মঞ্চ। জোটটি মনে করে আলাপ-আলোচনার ভেতর দিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব।

বিজ্ঞাপন

মঙ্গলবার জোটটির পরিচালনা পরিষদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নাগরিক ঐক্যের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

গণতন্ত্র মঞ্চের এক বিজ্ঞপ্তি জানানো হয়, সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা হয়। নেতৃবৃন্দ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনোভাবেই অস্থিতিশীল না হয়ে ওঠে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে সংস্কার বাস্তবায়ন করা যায় সে বিষয়ে রাজনৈতিক দলসমূহের মধ্যে অধিকতর ঐক্য প্রতিষ্ঠায় জোর দেন। এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছার ব্যাপারে উদ্যোগ নেওয়ার।

বৈঠক গণতন্ত্র মঞ্চে নেতারা অভিমত ব্যক্ত করেন, যখন আলাপআলোচনার পথ খোলা আছে এবং নানান ধরনের রাজনৈতিক অবস্থানের ভিন্নতা সত্ত্বেও অনেকগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো গেছে, তখন আরো কিছু বিষয়েও ঐক্যমতে পৌঁছানো সম্ভব। কোনো সংঘাতের ভেতর দেশকে ঠেলে না দিয়ে বরং আলাপ আলোচনার ভেতর দিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সর্বজনগ্রাহ্য পথ তৈরি করা সম্ভব। একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ এই মুহূর্তে জনগণের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করাই রাজনৈতিক দলগুলোর লক্ষ্য হওয়া উচিত। এই লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ তার প্রচেষ্টা আরো জোরদার করবে।

সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড. হাসনাত কাইয়ুম, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক দিদারুল ভুইয়া। গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলির সদস্য বাচ্চু ভূইয়া প্রমূখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত