সেমিনারে খেলাফত মজলিস মহাসচিব

‘ইসলামের আঙ্গিকে রাষ্ট্র গড়তে পশ্চিমা বয়ান পরিত্যাগ করতে হবে’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৪৯
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০: ২৭

আমাদের রাজনীতি, সমাজ ও রাষ্ট্রকে ইসলামের আঙ্গিকে ও রাসুলের আদর্শে গড়ে তুলতে চাইলে 'ধর্ম ধর্মের যায়গায় - রাজনীতি রাজনীতির জায়গায়' প্রভৃতি পশ্চিমা বয়ান পরিত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত 'সমাজ ও রাষ্ট্র সংস্কারে রাসুল (স.) এর আদর্শ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সেক্যুলার ধ্যান ধারণার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এই ধারণায় বলা হয় রাষ্ট্র আর ধর্ম পৃথক। রাষ্ট্র ও ধর্ম পৃথক থাকবে। আর ইসলাম হচ্ছে -ইসলামের ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ে উঠবে।

সেজন্য ইসলামি রাষ্ট্র কায়েম করতে হলে প্রথমে আমাদেরকে সমাজে মানবিকতা কায়েম করতে হবে। তাই একটি দারিদ্র্যমুক্ত মানবিক রাষ্ট্র তৈরী করা হলো আমাদের প্রথম কাজ। এরসাথে সাথে ইসলামি শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র কায়েমের উদ্যোগ গ্রহণ করতে হবে। এমনকি সবাইকে একতাবদ্ধ থাকতে হবে।

এসময় খেলাফত মজলিসের মহাসচিব তার বক্তব্যে গণভোট অথবা অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল লতিফ মাসুম বলেন, বাংলাদেশে যদি ইসলাম কায়েম করতে হয়, আলেম সমাজ ও ইসলামী গোষ্ঠীগুলোকে একটি সুদৃঢ়, স্পাত ও কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। এই ঐক্যের পক্ষ থেকে নির্বাচনে একটি বাক্স প্রেরণ করতে হবে।

সেমিনারটিতে প্রবন্ধ উপস্থাপন করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল।

ঢাকা মহানগর দক্ষিণ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল আজিজের সভাপতিত্বে সেমিনারটিতে আরো বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, খেলাফত মজলিসের উপদেষ্টা মন্ডলির সদস্য আবদুল কাইয়ুম সোবহানী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. কর্নেল ড. এমদাদুল হক, মদিনা শাখা সাবেক সভাপতি মাওলানা জালালুদ্দিন, মাওলানা সেলিম হোসেন আজাদী প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত