বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহারের দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ০৫

বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহারেত দাবিতে জাতীয় প্রেসক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি করছে নব গঠিত আমজনতার দল।

অবস্থান কর্মসূচি থেকে দ্রুত আগের বিমান ভাড়ায় ফেরার আহ্বান নিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, মামলাসহ নানা জটিলতায় লাখ লাখ প্রবাসী বছরের পর বছর দেশে আসতে পারে নাই। গণঅভ্যুত্থান এর পর সেই সুযোগ তৈরি হলেও বিমান ভাড়ার কারণে তারা আসতে পারছেন না। আপ ডাউন টিকেট এক লাখ ৯০ হাজার ছাড়িয়ে দু’লাখে গিয়ে ঠেকেছে। এটা আমরা মানতে পারি না।

আমজনতার দলের দপ্তর সমন্বয়ক বলেন অদৃশ্য কারণে সরকারি এয়ারলাইনস এর টিকিট সব আগে হতেই বুক থাকে। এগুলো করে বেসরকারি বিমানে যেতে বাধ্য করছে প্রবাসীরা।

আমজনতার দল দাবি জানাচ্ছে, বিমান ভাড়া হ্রাস নয় পূর্বের অবস্থানে ফিরতে হবে।

এমএস

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত