আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই ঘোষণাপত্রে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ঘোষণাপত্রে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: এবি পার্টি

আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যে আকাঙ্ক্ষা নিয়ে ঘোষণাপত্রটি চেয়েছিলাম, তার পুরোপুরি প্রতিফলন এতে ঘটেনি।

মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র পাঠের পর এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলন না হলেও ঘোষণাপত্রটি বাস্তবায়িত হলে সকলের আশা পূরণ হবে।

দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই ঘোষণাপত্রে চব্বিশের আবেগ নেই। দুই-একটি দলকে খুশি করার জন্য এই ঘোষণাপত্র দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্র পাঠ করেন। এতে ১৯৭১ সালের স্বাধীনতা থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন পর্যন্ত মোট ২৮টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন