আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতীয় যুবশক্তি ও এনসিপি'র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার
জাতীয় যুবশক্তি ও এনসিপি'র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের স্মরণে জাতীয় যুবশক্তি ও এনসিপি'র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীর তুরাগ থানার অন্তর্গত খায়েরটেক এলাকায় অবস্থিত কামারপাড়া স্কুল এন্ড কলেজে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত প্রায় পাঁচশ মানুষকে বিনামূল্যে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা মহতী এই উদ্যোগের সাথে থেকে সেবা দিয়েছেন। আলট্রাসনোগ্রাম ইসিজিসহ অন্তত ১৫ ধরণের পরীক্ষা বিনামূল্যে করানোর সুযোগ পেয়েছেন সাধারণ মানুষ।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে ডিমার্স কনসালটেন্সি এন্ড রিসার্চ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব নিশাত আহমেদ, সংগঠক গোলাম মোস্তফা সুমন ও মাহতাব খান বাঁধন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন