খুনিদের বিচার অবশ্যই হতে হবে: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১৩: ১৮
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বস্তির ঈদেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের মা-বাবার চোখের পানি ঝরছে। তাদের ঘরে ঈদের আনন্দ নেই। যারা অপকর্ম করেছে, যারা খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে।

বিজ্ঞাপন

সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে জামায়াত আমির উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, দীর্ঘ ১৬ বছর আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আজকে ভিন্ন একটা মোড়কে ঈদ উদযাপন করতে যাচ্ছি । এ জন্য শুকরিয়া। যাদের ত্যাগ এবং কোরবানীর বিনিময়ে, জীবন এবং আহত ও পঙ্গু হওয়ার বিনিময়ে আজকের আমাদের এই ঈদ। মাবুদের দরবারে দোয়া করি যারা নিহত হয়েছে আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করুন। আর যারা আহত হয়েছে এবং পঙ্গু হয়েছে। , আল্লাহ যেন তাদের সুস্থতা দান করুক। বিশেষ করে শহীদের পরিবারগুলো যেন আল্লাহ ধৈর‌্য ধরার তৌফিক দান করেন।

তিনি আরও বলেন, যারা অপকর্ম করেছে আল্লাহ তাদের হেদায়েত দান করুক। খুনিদের হতে হবে। যদি ক্ষতিগ্রস্থ পরিবার, আহত লোকগুলো দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে হয়তোবা তারা কিছু সান্ত্বনা পাবে।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষুধা ও দুর্নীতিমুক্ত সমাজ চাই। এ সমাজ গড়তে হলে অবশ্যই চাঁদাবাজ-দখলদারমুক্ত সমাজ গড়তে হবে। এ ব্যাপারে আমাদের কোনো আপস নেই। এ কথা আমার নিজের বিপক্ষে গেলেও বলতে হবে। সেই দেশগঠনে দেশবাসীর সহযোগিতা চাই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত