বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০২: ৫৪
ছবি: সংগৃহীত

অসুস্থতাজনিত কারণে রাজধানীর ইউনাইটেড কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার মাদানি এভিনিউ-এর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

বিজ্ঞাপন

দুপুরে তার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামীকাল আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার একটি অস্ত্রোপচার (অপারেশন) করার কথা রয়েছে।

বিএনপি নেতা নজরুল ইসলাম খানের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।

মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন—দলের পক্ষ থেকে সেই প্রার্থনা জানানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত