আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ

কমপক্ষে ৫০ আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে এবি পার্টি

বরিশাল অফিস

কমপক্ষে ৫০ আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে এবি পার্টি

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আগামী নির্বাচনে কমপক্ষে ৪০-৫০টি আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে এবি পার্টি। দলের কোন কোন নেতা প্রার্থী হবেন, ইতোমধ্যে তা জানতে চাওয়া হয়েছে। তবে এবি পার্টি কোনো জোটে যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আগামী নভেম্বর বা ডিসেম্বরে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাবে এবি পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফুয়াদ।

বিজ্ঞাপন

এবি পার্টির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোডম্যাপ দিয়েছেন, আমরা বারবার বলেছি উপদেষ্টার প্রতি আস্থা না রাখার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। ন্যূনতম সংস্কারের উদ্যোগ একটি পরিপক্ব অবস্থায় রেখে যাওয়া এবং তার পরে নির্বাচনের প্রস্তুতির দিকে যাওয়ার কথা প্রধান উপদেষ্টা বলেছেন। এ বিষয়ে এবি পার্টি তাকে স্বাগত জানাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...