উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)
বিশেষ ক্ষমতা আইনের মামলায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হিরণ ইউপির প্যানেল চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হিরণ ইউপির প্যানেল চেয়ারম্যান সাইফুদ্দিন মোল্লা জাহিদ (৪২), আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম (৫৫) ও যুবলীগ নেতা মো. সাইম হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করে কোটালীপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তার সাইফুদ্দিন মোল্লা জাহিদ আওয়ামী লীগ নেতা ও হিরণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানেএবং আশুতিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে। নজরুল ইসলাম পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ও কাগডাঙ্গা গ্রামের মৃত হাফিজউদ্দিনের ছেলে। এ ছাড়া গ্রেপ্তার মো. সাইম হাওলাদার যুবলীগ নেতা ও গচাপাড়া গ্রামের ছলেমান হাওলাদারের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
এ ঘটনায় পুলিশ ১৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, সাইফুদ্দিন মোল্লা জাহিদ ও যুবলীগ নেতা মো. সাইম হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ওইদিন গ্রেপ্তার নেতারা সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন।
আমরা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় ৪৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিশেষ ক্ষমতা আইনের মামলায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হিরণ ইউপির প্যানেল চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হিরণ ইউপির প্যানেল চেয়ারম্যান সাইফুদ্দিন মোল্লা জাহিদ (৪২), আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম (৫৫) ও যুবলীগ নেতা মো. সাইম হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করে কোটালীপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তার সাইফুদ্দিন মোল্লা জাহিদ আওয়ামী লীগ নেতা ও হিরণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানেএবং আশুতিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে। নজরুল ইসলাম পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ও কাগডাঙ্গা গ্রামের মৃত হাফিজউদ্দিনের ছেলে। এ ছাড়া গ্রেপ্তার মো. সাইম হাওলাদার যুবলীগ নেতা ও গচাপাড়া গ্রামের ছলেমান হাওলাদারের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
এ ঘটনায় পুলিশ ১৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, সাইফুদ্দিন মোল্লা জাহিদ ও যুবলীগ নেতা মো. সাইম হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ওইদিন গ্রেপ্তার নেতারা সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন।
আমরা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় ৪৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগেসৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটি সংবিধান নয়, একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোনো সরকার এরকম পরিস্থিতিতে পড়লে দেওয়ার এখতিয়ার রাখে।
৩ ঘণ্টা আগেনাহিদ ইসলাম বলেন, “বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি-ডিসি এগুলো ভাগ বাটোয়ারা করছে এবং নির্বাচনে জন্য তারা যে তালিকা করছে, সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোর সাথে সেভাবে সহায়তা করছে”।
৩ ঘণ্টা আগেরাশেদ খান তার পোস্টে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনভাবেই নিরপেক্ষতার পরিচয় দিতে পারেনি। কোন কোন দলকে সুবিধা দিয়ে ম্যানেজ করে চলেছে। স্বজনপ্রীতিবাজ এসব উপদেষ্টারা কতোটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, সেটি নিয়ে সংশয় ও সন্দেহ আছে।
৩ ঘণ্টা আগে