আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুষ্ঠু ও গ্রহণযোগ্য শাকসু নির্বাচন আয়োজনের আহ্বান শিবিরের

স্টাফ রিপোর্টার

সুষ্ঠু ও গ্রহণযোগ্য শাকসু নির্বাচন আয়োজনের আহ্বান শিবিরের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (শাকসু) নির্বাচন পূর্বঘোষিত নির্ধারিত সময়ে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার গণমাধ্যমে পাঠানে যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে নেতারা বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে শিক্ষার্থীদের প্রবল দাবির প্রেক্ষিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকসু নির্বাচন। ইতোমধ্যে এই নির্বাচনকে ঘিরে নানান নাটকীয়তা ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমরা প্রত্যক্ষ করেছি। আমরা আর পেছনে ফিরে তাকাতে চাই না। প্রত্যাশা করি—ঘোষিত সময় অনুযায়ী ২০ জানুয়ারিতেই নির্বাচন সম্পন্ন হবে এবং প্রশাসন এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।

তারা আরো বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক গণতান্ত্রিক অধিকার। প্রতিটি ক্যাম্পাসে প্রচলিত ছাত্ররাজনীতির নেতিবাচক ধারা সংস্কার করে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বমূলক ও কল্যাণমুখী ছাত্ররাজনীতি বিকাশে ছাত্র সংসদ অনন্য ভূমিকা পালন করতে পারে। আমরা বিশ্বাস করি, একটি কার্যকর ছাত্র সংসদই ক্যাম্পাসে সুস্থ ধারার নেতৃত্ব ও মেধাভিত্তিক রাজনীতির পথ প্রশস্ত করবে।

শিবির নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক স্বতঃস্ফূর্ততা একটি উৎসবমুখর নির্বাচনের সম্ভাবনা তৈরি করলেও একটি বিশেষ মহল এই নির্বাচনকে বিতর্কিত ও বানচাল করার হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা লক্ষ করছি যে, নানা রাজনৈতিক সমীকরণের সুপ্ত আশঙ্কায় শাকসু নির্বাচন কমিশনের একটি অংশ এবং নির্দিষ্ট একটি ছাত্রসংসগঠন নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার নানা অজুহাত খুঁজছে। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এই যৌক্তিক আশঙ্কাকে গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং সব অপকৌশল রুখে দিয়ে যথাসময়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

তারা আরো বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা ও প্রশাসনের নিরপেক্ষ মনোভাবের মাধ্যমেই শাকসু নির্বাচন শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে উঠবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলকে কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...