ছাত্র শিবিরের কর্মপদ্ধতি ১৯৭৭ সালে যেভাবে ছিলো; এখনও সেভাবেই রয়েছে। কথার সঙ্গে কাজেরও অমিল এখানে নেই। সবচেয়ে বড় কথা হলো- এখানে কোনো গ্রুপিং নেই। আমি কোনোদিন গ্রুপিং দেখি নাই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের ভোট গণনা চলাকালে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় মুখোমুখি অবস্থান নেয় শিবির ও ছাত্রদল–সমর্থিতরা। তারা সবাই ছিল বহিরাগত।
সাক্ষাৎকারে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি
নিজেদের প্যানেল প্রসঙ্গে ইব্রাহিম জানান, তারা একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠন করেছেন। এতে পাঁচজন নারী ও একজন ভিন্ন ধর্মাবলম্বীর প্রার্থী রয়েছেন। ছাত্রশিবির ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের শিক্ষার্থীকে আমরা অন্তর্ভুক্ত করেছি, যেন সব শিক্ষার্থী নিজেদের প্রতিনিধিত্ব উপলব্ধি করতে পারেন।