আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বহিষ্কৃত সাবেক শিবিরের উপজেলা সভাপতি দেশীয় অস্ত্রসহ আটক

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

বহিষ্কৃত সাবেক শিবিরের উপজেলা সভাপতি দেশীয় অস্ত্রসহ আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে ভারত সীমান্তে চোরাচালান করতে গিয়ে শিবিরের সাবেক উপজেলা সভাপতি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ আটক হয়েছে।

শনিবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে আউলিয়ার হাট নামক স্থানে মো. আতিক হাসান (২৫)কে আটক করে বিজিবি।

বিজ্ঞাপন

আটককৃত আতিক হাসান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চান্দের বাড়ি এলাকার বজলার রহমানের ছেলে। আতিক হাসান পাটগ্রাম থানার পশ্চিম শাখার শিবিরের সাবেক সভাপতি।

৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে বিজিবি’র বিভিন্ন চোরাচালান বিরোধী অভিযানে মোটরসাইকেল অস্ত্রসহ ১ জনকে আটক করে মালামাল পাটগ্রাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ঘটনায় পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, বিজিবি দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ একটি চোরাচালান এজহার লিখে ১ জনকে থানায় হস্তান্তর করেন।

পাটগ্রাম উপজেলা শাখা শিবিরের সভাপতি খোরশেদ আলম বলেন, ২০২২ সালে দলের প্রতি মনোযোগী না থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...