আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসলামি জোটে নির্বাচন করবে খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার

ইসলামি জোটে নির্বাচন করবে খেলাফত আন্দোলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশে ইসলামি শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামি দলগুলোর সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। তবে নির্বাচন উপলক্ষে দাওয়াতি কাজের অংশ হিসেবে ৩০০ আসনে প্রার্থী প্রস্তুতিরও সিদ্ধান্ত নিয়েছে দলটি।

শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের মজলিসে আমেলার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

দলের আমির আল্লামা আবু জাফর কাসেমীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুহাম্মাদ আজম খান, শায়খুল হাদিস আবুল কাসেম কাসেমী, রফিকুল ইসলাম বাবুল, মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি এনায়েতুল্লাহ হাফেজ্জী, মুফতি আব্দুর রহিম কাসেমী, মাওলানা মোহাম্মদ হোসাইন আকন্দ, গাজী আব্দুর রহীম, মাওলানা নেয়ামতুল্লাহ্ খান জাফরী, মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম বিন আলী প্রমুখ।

এ সময় আল্লামা আবু জাফর কাসেমী বলেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে জনগণের অভ্যস্ত পদ্ধতিতে নির্বাচন হওয়া প্রয়োজন। সংস্কারের নামে নতুন নতুন ভাবনা নতুন জটিলতা সৃষ্টি করবে। এতে করে জনগণের ভোটাধিকার আবারও বিঘ্নিত হবে।

তিনি আরও বলেন, এ মুহূর্তে দেশে আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠায় খেলাফত পদ্ধতির বিকল্প নেই। সুতরাং দেশের প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামি জোয়ার সৃষ্টি করতে হবে। সভায় মুফতি আসাদুল্লাহ জাকিরকে খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব হিসেবে পদায়ন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন