আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কালোটাকা, চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

কালোটাকা, চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে: সাইফুল হক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা–১২ আসনে নির্বাচনি প্রচারণা জোরদার করেছেন বিএনপি সমর্থিত এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জননেতা সাইফুল হক। মঙ্গলবার সকালে তেজগাঁও থানার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে তার নির্বাচনি অফিস উদ্বোধনকালে তিনি এই কঠোর অবস্থানের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক বলেন, ‘ঢাকা–১২ আসনে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ কিংবা দখলবাজদের ঠাঁই হবে না। জনগণের ভোটে যদি নির্বাচিত হই, তাহলে এই আসনকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ নির্বাচনি এলাকায় পরিণত করব।’

তিনি নির্বাচন কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, কালোটাকার ছড়াছড়ি, ভয়ভীতি প্রদর্শন ও অবৈধ প্রভাব খাটানোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ।

সাইফুল হক আরো বলেন, গত ১৭ বছরের জমে থাকা জঞ্জাল ও অন্যায়-অবিচার দূর করতে কোদাল প্রতীকই আমাদের হাতিয়ার। কোদাল দিয়েই অন্যায়ের মাটি খুঁড়ে ফেলতে হবে। আপনারা সবাই আমার দূত বা অ্যাম্বাসেডর হয়ে ঘরে ঘরে কোদাল মার্কার বার্তা পৌঁছে দিন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, চাঁদাবাজি-দখলবাজি বন্ধ, নিরাপদ বসবাস ও নাগরিক সেবার মানোন্নয়নই তার নির্বাচনি অঙ্গীকার।

তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ হায়দার আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন আকবার খান, আলহাজ এল রহমান, মহিলা দলের নেত্রী রোকেয়া সুলতানা তামান্না, হাফিজুর রহমান কবির, আব্দুল হাই, অ্যাডভোকেট দুলাল, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেওয়ান কুতুবউদ্দিন স্বপন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মেজাজ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মজিবর রহমান ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা কোদাল প্রতীকের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার সাধারণ মানুষও সাইফুল হকের দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি সমর্থন জানান।

স্থানীয় নেতারা জানান, ঢাকা–১২ আসনে পরিবর্তনের হাওয়া বইছে এবং জনগণ এবার সৎ, সাহসী ও গণমানুষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...