আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তফসিল সংশোধনের দাবি এনসিপির

স্টাফ রিপোর্টার

তফসিল সংশোধনের দাবি এনসিপির

আসন্ন সংসদ নির্বাচনে ভোটের তারিখ অপরিবর্তিত রেখে তফসিলের অন্যান্য দিনগুলো সংশোধনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি ইসিকে সবার প্রতি সমান আচরণ করার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

এনসিপি মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বুধবার সকালে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে এসব কথা বলেন।

পরে ব্রিফিং এ নাসীরুদ্দিন বলেন, প্রবাসীরা নিবন্ধনে সমস্যাবোধ করছেন। তাই তাদের নিবন্ধনের সময়ও বাড়ানোর প্রয়োজন।

তিনি বলেন, ভারত বাংলাদেশের ভোটকে নসাৎ করতে তৎপর। আমরা বলেছি কোনো ভাবেই যেন ভোট বিঘ্নিত না হয়। গণভোটের ব্যাপারে ইসির কোনো প্রচার প্রচারণা নেই। এটাকে জোরদার করার জন্য বলেছি। পাশাপাশি দলগুলোর পার্টি অফিসের নিরাপত্তার কথাও বলেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন