আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘বিএনপিকে ডান বা বামপন্থিদের প্রতিপক্ষ বানাতে চেষ্টা করবেন না’

আমার দেশ অনলাইন
‘বিএনপিকে ডান বা বামপন্থিদের প্রতিপক্ষ বানাতে চেষ্টা করবেন না’

বিএনপি ডানও নয়, আবার বামও নয়, একটি মধ্যপন্থী দল বলে উল্লেখ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

পোস্টে মারুফ কামাল খান লেখেন, ‘আমি এখন যে কথাটি বলব—তা খুব একটা সমর্থন পাবো না । কারণ ফেসবুক এখন ডান ও বামপন্থি একটিভিস্টদের প্রচারণায় দ্বিখণ্ডিত। তবুও কথাটি বলি। বলা দরকার।’

‘অনেকদিন বিএনপির শীর্ষ পর্যায়ে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে কাজ করেছি। এ সংশ্লিষ্টতায় যতটুকু জেনেছি ও বুঝেছি তা হলো, বিএনপি ডানও নয়, আবার বামও নয়, একটি মধ্যপন্থি দল। এ দল তার দুপাশে ডান ও বামপন্থিদের রেখে তাদের হাত ধরে মাঝ সড়ক দিয়ে সামনে এগিয়ে যেতে পারে’ যোগ করেন তিনি।

FB P

পোস্টে সাবেক এই প্রেস সচিব আরও উল্লেখ করেন, ‘বিএনপিকে ডানে কিংবা বামে টানা এবং মধ্যপন্থা থেকে সরাবার চেষ্টা কখনোই বিএনপির স্বার্থানুকূল নয়। আবার বিএনপিকে ডান কিংবা বাম যে-কোনো পক্ষের শত্রুতে পরিণত করার চেষ্টাও বিএনপিকে দুর্বল ও ক্ষতিগ্রস্ত করারই চক্রান্ত। বুঝে কিংবা না-বুঝে হুজুগে মেতে বা ডামাডোলে পড়ে বিএনপিকে তার কেন্দ্রীয় অবস্থান থেকে সরাতে অথবা ডানের বা বামের প্রতিপক্ষ বানাতে চেষ্টা করবেন না, প্লিজ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন