আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আগামী নির্বাচনে অংশ নিতে চান শাহজাহান খান

স্টাফ রিপোর্টার
আগামী নির্বাচনে অংশ নিতে চান শাহজাহান খান
ফাইল ছবি

দেশব্যাপী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবির মুখে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছেন কারাগারে থাকা সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।

বিজ্ঞাপন

সোমবার বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর শাহবাগে জুট ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি করতে আদালতে হাজির করা হয় শাজাহান খানসহ ৮ মন্ত্রী-এমপিকে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহদী হাসানের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে আদলাতের হাজতখানা থেকে এজলাসে তোলার সময় শাজাহান খানের কাছে নির্বাচনের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই নির্বাচন করবো। এরপর শাজাহান খান আরও বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা এখন জেলখানায়।

এদিকে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেন শাজাহান খান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সত্য বলেছি। যা ঘটেছে তাই বলেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন