এখন মনে হচ্ছে রেফারিই গোল দিচ্ছে: সালাহউদ্দিন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৪: ৩৮
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৪: ৪৩
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার অভিযোগ, কমিশনের সুপারিশে সরকারের পক্ষপাতের ছাপ স্পষ্ট।

বিজ্ঞাপন

তিনি বলেন, গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারকে সুপারিশ দেওয়া হয়েছে। এত দিন আমরা মনে করতাম কমিশন রেফারির ভূমিকায় আছে, কিন্তু এখন মনে হচ্ছে রেফারিই গোল দিচ্ছে। ঐকমত্য কমিশন, সরকার ও আরো কয়েকটি রাজনৈতিক দল এখন একই পক্ষ। আমরা যেন বিপক্ষেই খেলছিলাম।

বুধবার দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের শিরোনাম ছিল—‘ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অব ল: ট্রানজিশন টু আ ডেমোক্রেটিক বাংলাদেশ’।

সালাহউদ্দিন জানান, প্রকাশিত দলিলটি ৯৪ পৃষ্ঠার হলেও জুলাই সনদে যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানো হয়েছিল, সেগুলোর হুবহু প্রতিফলন সেখানে নেই। দলিলটিতে শুধু কমিশনের প্রস্তাব ও কিছু রাজনৈতিক দলের মতামত স্থান পেয়েছে, কিন্তু ঐকমত্যে পৌঁছানোর প্রক্রিয়া বা ভিন্নমত (নোট অব ডিসেন্ট) উল্লেখ করা হয়নি।

বিএনপির এই নেতা বলেন, সংবিধান সংশোধনের ৪৮টি দফা প্রস্তাব তফসিল আকারে যুক্ত করে গণভোটের কথা বলা হয়েছে, অথচ এ বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

তিনি আরো বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য ছিল ঐক্য প্রতিষ্ঠা করা, কিন্তু তাদের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে। এতে কোনো জাতীয় ঐক্য আসবে না।’

গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) উদ্দেশ্যমূলক পরিবর্তনের অভিযোগ তুলে সালাহউদ্দিন বলেন, আগে জোটভুক্ত দলগুলো নিজস্ব প্রতীক বা জোটের প্রতীকে নির্বাচন করতে পারত, এখন অগণতান্ত্রিকভাবে বাধ্য করা হচ্ছে নিজস্ব প্রতীকে অংশ নিতে।

তিনি বলেন, ‘আমরা চাই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ আচরণ করুক, যাতে জাতি আশ্বস্ত হয় এবং ঐক্য বজায় থাকে। কিন্তু ঐকমত্য কমিশন ও সরকারের সাম্প্রতিক পদক্ষেপে আমরা গভীরভাবে হতাশ।’

সালাহউদ্দিন আহমদ শেষে বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন ও সরকারের কিছু উদ্যোগে আজ ঐক্যের বদলে বিভাজন তৈরি হচ্ছে—এটা জাতির জন্য উদ্বেগজনক।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত