আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির নীলনকশায় পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে।

তিনি বলেন, হাদিকে গুলি করে ভারতে পালিয়ে যাওয়া ঘাতকদেরকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যান্য জুলাই যোদ্ধা সহ দেশের সব নাগরিকের সুরক্ষায় রাষ্ট্রকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের আপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

হাদির ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বাদ জুমা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শুক্রবার বায়তুল মোকাররম উত্তর গেট থেকে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল।

শাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন