শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।
সোমবার সন্ধ্যায় শিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কর্মসূচি প্রকাশ করা হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—মঙ্গলবার দেশের সব ক্যাম্পাসে মানববন্ধন ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল; বুধবার সব জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল; ২২ জানুয়ারি সব উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল এবং ২৩ জানুয়ারি ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল।
এর আগে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়নের দাবিতে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা মহানগর শিবিরের উদ্যোগে এই বিক্ষোভ হয়।
কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এতে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ