অধ্যাপক মুজিব

শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত এমপিওভূক্ত ও ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৪৮

নন-এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভূক্ত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গানের শিক্ষক নিয়োগ না দিয়ে বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে সৎ, ধার্মিক ও দেশপ্রেমিক নাগরিক তৈরির পদক্ষেপ নিতে হবে।

তিনি বুধবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আগত সম্মিলিত নন-এমপিওভূক্ত ঐক্য পরিষদের সমন্বয়কদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন।

এ সময়ে উপস্থিত ছিলেন নন-এমপিওভূক্ত সম্মিলিত ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মমিনুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক মো. মিজানুল হক মামুন, সমন্বয়ক আ: সালাম, সমন্বয়ক আবতাবুল আলম, সমন্বয়ক এনামুল হক, সমন্বয়ক হাবিব প্রমুখ।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের আমলে অন্তর্ভুক্ত সমকামীতাসহ সকল ইসলামবিরোধী বিষয়গুলো সিলেবাস থেকে বাদ দিতে হবে। নীতি ও আদর্শবান নাগরিক গড়ে তোলার জন্য শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষার উপর সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। তাহলেই দেশে সৎ মানুষ তৈরি হবে এবং দেশে শান্তি ফিরে আসবে।

তিনি বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোর শিক্ষা বিষয়ক প্রতিনিধিদেরকে নিয়ে একটি ফোরাম গঠন করতে হবে। তাদের নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নন-এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভূক্তসহ শিক্ষা ক্ষেত্রে বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে তা সমাধানের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এ সময় আগামী ২৩ সেপ্টেম্বর সর্বদলীয় শিক্ষা-বিষয়ক প্রতিনিধিদের নিয়ে ফোরাম গঠনের পদক্ষেপ গ্রহণ এবং পরবর্তীতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে নন-এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্তির ক্ষেত্রে জোরালোভাবে পেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত