এনসিপির ঢাকা দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১৫: ৩১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৩ সদস্যের ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দলটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত ঢাকা মহানগর দক্ষিণ এবং এই দু'নেতার পাশাপাশি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত ঢাকা জেলা কমিটি প্রকাশ করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে নিজাম উদ্দিনকে এবং এস. এম. শাহরিয়ারকে যুগ্ম সমন্বয়কারী করে ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যরা হলেন জাবেদ রাসিন (খিলগাঁও জোন), মোল্লা মোহাম্মদ ফারুক এহসান (রমনা জোন), খান মুহাম্মদ মুরসালীন (সূত্রাপুর জোন), সানাউল্লাহ খান (লালবাগ জোন), মো. রাকিব হোসেন (যাত্রাবাড়ী জোন), আবুর্জকিত ফয়সাল আহমেদ (সায়েন্সল্যাব জোন), লাকী আক্তার, সিফাত সুলতানা মিম ও ইসরাত জাহান।

বিজ্ঞাপন

ঢাকা জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে রাসেল আহমেদকে এবং যুগ্ম-সমন্বয়কারী মেহেরাব সিফাত। এ কমিটির সদস্য হয়েছেন ভীম্পাল্লী ডেভিড রাজু, আসাদুল ইসলাম মুকুল (ধামরাই উপজেলা), মো. ইমরান হোসেন, আলেয়া আঁখি, আছিয়া আক্তার (নবাবগঞ্জ উপজেলা), মশিউর রহমান (দোহার উপজেলা), মাও. শোয়েবুর রহমান (আশুলিয়া থানা), মুহাম্মদ শাহজাহান সম্রাট (কেরানীগঞ্জ উপজেলা) ও জোবায়ের হোসেন জুম্মা (সাভার থানা)।

এর আগে শনিবার ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটি ঘোষণা করে এনসিপি।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত