প্রশাসনিক দুর্বলতার কারণেই জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জীবন হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নেতারা।
দলের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে তারা গভীর উদ্বেগের সঙ্গে বলেন, জুলাই আন্দোলনের নেতাদের জীবন আজ হুমকির সম্মুখীন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপরাধীদের ওপর গোয়েন্দা নজরদারির অভাবে ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।
নেতারা আরও বলেন, জাতীয় নির্বাচন বানচাল করতে খুনিরা মাঠে নেমেছে। এই ষড়যন্ত্র প্রতিরোধে প্রশাসন ও নির্বাচন কমিশন এখনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। ওসমান হাদিকে হত্যাচেষ্টাকারীকে এখনো গ্রেপ্তার করতে না পারার ব্যর্থতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
খেলাফত মজলিস নেতারা বলেন, নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, অবৈধ অস্ত্র উদ্ধার ও সাঁড়াশি অভিযান জোরদার করতে হবে। খুনি ও ফ্যাসিবাদী অপশক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। উৎসবমুখর নির্বাচনি পরিবেশ তৈরিতে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা জরুরি। এ সময় তারা নির্বাচনকালীন ওয়াজ মাহফিলের ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনার তীব্র সমালোচনা করেন এবং এ ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
গত বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।
মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ খালেকুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল প্রমুখ।
বৈঠকে সন্ত্রাসীদের গুলিতে আহত ও মুমূর্ষু শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

