অতীতে যারাই ছাত্রশিবিরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, গর্ত খুঁড়েছে; দিনশেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে শিবির সভাপতি বলেন—২০২৪ সালের ১ আগস্ট জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে যে আওয়ামী লীগ ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল, মাত্র ৫ দিনের ব্যবধানে তারাই দেশ থেকে পালিয়ে গিয়ে জনতার আদালতে নিষিদ্ধ হয়ে গেল।
জাহিদুল ইসলাম বলেন—অতীত থেকে শিক্ষা নিন। এটা বেশ কার্যকর। তাই ভবিষ্যতে কেউ নিজেদের গর্তে নিজেরাই পতিত হলে ছাত্রশিবির দায় নিবে না।
আসুন ছাত্রসমাজকে গড়ার জন্য পরিশুদ্ধ ছাত্ররাজনীতি করি, না পারলে চুপ থাকা অথবা রাজনীতি ছেড়ে দেয়া উচিত।
পোস্টের শেষে শিবির সভাপতি আরো উল্লেখ করেন—ছাত্রশিবির কাউকে শত্রুর সমকক্ষ মনে করে না। হাসবুনাল্লাহ।
অন্যদিকে একইদিনে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম এক ফেসবুক পোস্টে দাবি করেন—ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য যেসব অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অপরাধ ঢাকতে কোনো কৌশল বা বিভ্রান্তিমূলক প্রচারণা সহ্য করা হবে না।

