আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মির্জা আব্বাস-পাটওয়ারীকে যে পরামর্শ দিলেন মেঘনা আলম

আমার দেশ অনলাইন

মির্জা আব্বাস-পাটওয়ারীকে যে পরামর্শ দিলেন মেঘনা আলম
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। এই আসনে দুই প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এই পরামর্শ দেন।

বিজ্ঞাপন

মির্জা আব্বাসের উদ্দেশে মেঘনা আলম লিখেছেন, মির্জা আব্বাস আমার সিনিয়র, সম্মান জানিয়ে বলব নতুনদের জায়গা ছেড়ে দিন, বিশ্রাম নিন।

অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশে তিনি লিখেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আমার জুনিয়র, স্নেহের সাথে বলব, আরো শেখো!

পোস্টের শেষে তিনি লিখেছেন, ঢাকা ৮-এ সময় এখন মেঘনা আলমের!

গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...