'জুলাই রান', ৫ কিলোমিটার ম্যারাথনে ব্যাপক সাড়া

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২০: ২৭

আপ বাংলাদেশ-এর আয়োজনে শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো 'জুলাই রান' — একটি ৫ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন, যা একইসাথে ছিলো মুক্তিযুদ্ধের গৌরবময় জুলাই স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির অনন্য এক প্রয়াস।

এই অনুপ্রেরণাদায়ক ম্যারাথনে ৫৩০ জন নিবন্ধন করেন এবং ৫০০ জন অংশগ্রহণকারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যারা এসেছিলেন বিভিন্ন বয়স, পেশা ও সামাজিক গোষ্ঠী থেকে।

বিজ্ঞাপন

ঢাকার কেন্দ্রস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এরিয়াতে আয়োজন করা এই ম্যারাথন শুরু হয় শনিবার সকাল ৫:০০ টায় ।

অংশগ্রহণকারীদের মধ্যে তরুণ-তরুণী, কর্পোরেট কর্মী, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আপ বাংলাদেশ-এর উদ্যোক্তারা জানান, “জুলাই মাস আমাদের জন্য ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা চাই এই স্মৃতি যেন আগামী প্রজন্মকে উজ্জীবিত করে—শরীরচর্চা ও সমাজচেতনায়।”

এই আয়োজনের মাধ্যমে কেবল শারীরিক সুস্থতার বার্তাই নয়, বরং একটি ঐক্যবদ্ধ, সচেতন ও সম্মিলিত বাংলাদেশ গড়ার ডাকও ছিলো সুস্পষ্ট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত