আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল শুরু

স্টাফ রিপোর্টার

এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল শুরু

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিল ২০২৫। ২০২০ সালের ২ মে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার পর এই প্রথম কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন করছে দলটি।

বিজ্ঞাপন

শনিবার সকাল সাড়ে ১০টায় এই কাউন্সিল শুরু হয়। এর আগে শুক্রবার একই স্থানে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়। তবে ফলাফল এখনো প্রকাশ করেনি দলটি।

এসময় প্রথমেই পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

কাউন্সিলে স্বাগত বক্তব্য রাখেন এবি পার্টির আহ্বায়ক মেজর (অব.) অধ্যাপক আব্দুল ওয়াহাব মিয়া।

কাউন্সিলে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, এলডিপি মহাসচিব রেদওয়ান আহম্মেদ, জাগপার ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান, ইসলামী আন্দোলনের আশরাফুল আকন্দ, শহীদ আবু সাঈদের পরিবার ও সাংবাদিক এমএ আজিজসহ বিভিন্ন দলের নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন