আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা মহানগর দক্ষিণে জামায়াতের ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর দক্ষিণে জামায়াতের ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা মহানগরী দক্ষিণ এলাকার ছয়টি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

বৈধ প্রার্থীরা হলেন—ঢাকা-৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে ড. মুহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে হাজী হাফেজ এনায়েত উল্লাহ, ঢাকা-৯ আসনে কবির আহমেদ এবং ঢাকা-১০ আসনে অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার।

মনোনয়নপত্র যাছাইবাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য (ঢাকা-৪ আসনের প্রার্থী) সৈয়দ জয়নুল আবেদীন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৫ আসনের প্রার্থী) মোহাম্মদ কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৬ আসনের প্রার্থী) ড. মুহাম্মদ আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নেতা (ঢাকা-৭ আসনের প্রার্থী) হাজী হাফেজ এনায়েত উল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি (ঢাকা-৯ আসনের প্রার্থী) কবির আহমেদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য (ঢাকা-১০ আসনের প্রার্থী) অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারসহ নিজ নিজ আসনের কর্মী ও সমর্থকেরা। এছাড়া অনুষ্ঠানে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী-সমর্থক এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...