আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেল বিএনপি

স্টাফ রিপোর্টার

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেল বিএনপি
ফাইল ছবি

আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেয়েছে দলটি।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পেয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী আজ রাত সাড়ে ৮টায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বরাবর অনুমতি প্রদান করে চিঠি পাঠিয়েছেন।

তিনি বলেন, চিঠিটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে ঢাকা বিভাগীয় কমিশনার অফিস স্টাফ জাহিদ হোসেন পৌঁছে দিয়েছেন। এ সময় চিঠি গ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য (দপ্তর দ্বায়িত্বে) সাত্তার পাটোয়ারী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন