রাজধানীর বাড্ডা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে চাঁদার দাবিতে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এই এলাকায় এক সময় জাতীয় নাগরিক পার্টির অফিস ছিল।
এনসিপির অফিসে গুলির যে খবর ছড়িয়ে পড়েছে, তা সত্য নয় বলে আমার দেশকে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল আমিন।
জানা গেছে, কিছু দিন ধরে রয়েল মিশন নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের মালিকপক্ষকে ফোনে চাঁদা চেয়ে হুমকি দিচ্ছিল চাঁদাবাজরা।
ওসি জানান, ঘটনাস্থলে রয়েল মিশন নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ চলছিল। মেহেদীর লোক পরিচয়ে দিয়ে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ওই ভবনের সামনে গিয়ে গুলি ছোড়ে। মেহেদী ও তার গ্রুপের সঙ্গে জড়িতদের খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি টিম কাজ করছে। মেহেদী দেশের বাইরে থাকে।
এনসিপির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল গুলির ঘটনা ঘটেছে। এটি নির্বাচনি অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে মনে হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

