গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের প্রতি সমর্মিতা প্রকাশ করেন।
বসুন্ধরার এ হাসপাতালটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও চিকিৎসা চলছে সেখানে।
জুবাইদা রহমান সিসিইউ-এর বাইরে হাদির ভাই ও বোনের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির সর্বশেষ অবস্থার তথ্যও নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক শাহ মুহাম্মদ আমান উল্লাহ।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখান থেকে রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হাদি। তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।


হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের সদস্যদের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা
দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হাদির, কন্ডিশন খুবই খারাপ