‘শাপলা’ প্রতীক চেয়ে আবারো ইসি সচিবকে চিঠি এনসিপির

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২০: ১২

প্রতীকের তালিকায় নতুন করে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা যুক্ত করে জাতীয় নাগরিক পার্টিকে যেকোনো একটি এনসিপিকে বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন জানিয়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমদকে ইমেইল পাঠানো এ চিঠিতে স্বাক্ষর করেছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। বুধবার এ আবেদন পাঠায় দলটি।

চিঠিতে বলা হয়েছে, এনসিপি ইসির কাছে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ চেয়ে আবেদন জানায়। এর মাধ্যমে এনসিপির প্রতীক মো. ‘শাপলা’-কে জনগণ চিনতে শুরু করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত ৯ জুলাই আমরা জানতে পারি শাপলা-কে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত করেনি ইসি।

বিজ্ঞাপন

প্রস্তাবে আরো বলা হয়, শাপলা জাতীয় প্রতীকের চারটি স্বতন্ত্র উপাদানের একটি। ইতিমধ্যে বিএনপিকে 'ধানের শীষ' এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডিকে 'তারা' প্রতীক হিসেবে বরাদ্দ দিয়েছে। সেহেতু নির্বাচন কমিশন 'শাপলা'-কে প্রতীকের তালিকাভুক্ত করে রাজনৈতিক দলকে বরাদ্দ দিতে পারে। এছাড়াও নির্বাচন কমিশন জাতীয় ফল 'কাঁঠাল'-কে ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির প্রতীক হিসেবে বরাদ্দ দিয়েছে এবং তৃণমূল বিএনপি নামের আরেকটি দলকে 'সোনালী আঁশ' প্রতীক বরাদ্দ দিয়েছে। সুতরাং 'শাপলা' জাতীয় ফুল হলেও দলের প্রতীক হিসেবে তালিকাভুক্ত হতে আইনগত কোনো বাধা নেই।

তাই নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধান সংশোধন করে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা সংশোধন একটিকে প্রতীক হিসেবে এনসিপিকে বরাদ্দ দেয়ার আবেদন জানায়।

এ প্রসঙ্গে ইসির সিনিয়র আখতার আহমদ এর কাছে জানতে চাইলে আমার দেশকে বলেন, এ সংক্রান্ত আবেদন তিনি এখনও হস্তগত হননি।

উল্লেখ্য, সংসদ নির্বাচনের জন্য ১১৫টি প্রতীক দলগুলোর মধ্যে বরাদ্দ করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত