আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের দলীয়করণ বা রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
রোববার রাজধানীর পল্লবীতে বাংলাদেশ আদর্শ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
আমিনুল হক বলেন, “শিক্ষা ব্যবস্থাকে দলীয় প্রভাবমুক্ত (depoliticize) করে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রথম অঙ্গীকার। শিক্ষকরা যাতে সম্মান ও সুযোগ–সুবিধা নিয়ে কাজ করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।”
শিক্ষকতার পেশায় আগ্রহ কমে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “অনেকে অন্যান্য চাকরি না পেলে বাধ্য হয়ে শিক্ষকতায় আসেন। আমরা চাই শিক্ষকতার পেশা হবে সম্মানজনক ও আকর্ষণীয়।” তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। শিগগিরই তা প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন।
কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে কার্ডভিত্তিক সেবা চালুর পরিকল্পনার কথা জানিয়ে আমিনুল হক বলেন, “আমি পরিবর্তনের কথা বলতে চাই। আগামী বাংলাদেশে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ হাতে হাতে পৌঁছে দিতে চাই।” তাঁর দাবি, এই কার্ডের মাধ্যমে কৃষকরা বীজ, উৎপাদন সহায়তা এবং ন্যায্য মূল্য পাওয়ার নিশ্চয়তা পাবেন।
তিনি আরও জানান, অসহায় ও স্বল্পআয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘ফার্মার কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে তাদের। তাঁর দাবি, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষা ও কৃষি—দুই খাতেই ইতিবাচক পরিবর্তন আসবে।
মতবিনিময় সভায় শিক্ষক ও অভিভাবকেরাও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
এসআর

